শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধস ৩১ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিজনিত কারণে এ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র : এএফপি।

ফিলিপাইনের আবহাওয়া বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে। ফিলিপাইনের স্বায়ত্তশাসিত মিন্দানাও প্রদেশের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান নাগুইব সিনারিমবো জানিয়েছেন, বন্যার পানি ভূমিধসে সৃষ্ট কাদার সঙ্গে মিশে থকথকে প্রবাহের সৃষ্টি করেছে এবং তা এ প্রদেশের  বেশ কয়েকটি শহরের মধ্য দিয়ে প্রবল স্রোতে বয়ে গেছে। দাতু ওদিন সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনের লাশ, দাতু ব্লাহ সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০ জনের লাশ এবং উপি শহর থেকে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ভয়াবহ বন্যা ও ভূমিধসের পেছনে ২৫ অক্টোবর উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও দায়ী। সেদিন রাত ১০টা ৫৯ মিনিটে আবরা প্রদেশের ডোলোরেস শহরের কাছে এ ভূমিকম্প হয়। ৩৩০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। ডোলোরেসের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স জানান, ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। শহরটির রাস্তাঘাট ও একটি হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর