শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চেতনার কথা মুখে আছে কর্মে নেই

মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা বলেন ৬৯, ৭০ ও একাত্তরকে ধারণ করি, আমি সন্দিহান এ চেতনা তারা কতটুকু ধারণ করে। চেতনা উধাও হয়ে গেছে। তিনি বলেন, দেশে বর্তমানে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি নেই। অথচ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্ররাই নেতৃত্ব দিতেন। গতকাল রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ‘প্রজন্ম৭০ বাংলাদেশ’ আয়োজিত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আশরাফুল করিম ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আলী নেওয়াজ।

 

সর্বশেষ খবর