তিস্তা নদীর উজানে দুটি খাল খনন করে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একতরফাভাবে পানি প্রত্যাহার পরিকল্পনার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘ভাসানী অনুসারী পরিষদ’। এতে বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আবদুল হাকিম, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভারতের পানি আগ্রাসন নীতির কারণে বাংলাদেশের নদীগুলো এখন খাল হয়ে গেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। এখন নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহার করা হলে দেশের উত্তরাঞ্চলের ৬ লাখ হেক্টর জমি অনাবাদি হয়ে যাবে। বাংলাদেশকে পানিশূন্য, মরুভূমি করতে চায় ভারত।’