ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। গতকাল রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় নেতা একরামুল হক, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদসহ যাবতীয় অন্যায়-অত্যাচারের মূলোৎপাটনে এক সঞ্জীবনী শক্তি রমজান। আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, এ মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। রাশেদ খান মেনন বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সবাইকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার দৃপ্ত শপথ নিতে হবে।