জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে তার কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ ধর্মীয় স্বাধীনতার পথে এগিয়ে চলেছে।
এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।