নেত্রকোনা পৌর শহরের সাতপাই গোরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদ। মোট চারটি জানাজা শেষে গতকাল বিকালে তাকে কবর দেওয়া হয়। এর আগে সকালে নিজ গ্রাম নেত্রকোনা জেলার মদন উপজেলায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। আগের দিন মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের প্রথম জানাজা ঢাকার উত্তরা নিজ বাসভবনের পাশে ৭ নম্বর সেক্টর মসজিদে সোমবার রাতে ও মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শেষ বিদায় জানাতে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পুরো জেলার মানুষের ঢল নামে মোক্তারপাড়া বাসায়। গ্রামের বাড়ি মদন উপজেলা পরিষদের সামনে সকালে জানাজায় লাখো মানুষের ঢল নামে একনজর দেখতে এই হাওরপুত্রকে। সবশেষে বিকালে শ্রদ্ধা নিবেদন করার পর বাবা-মা যেখানে শায়িত সেখানে কবর দেওয়া হয়।
গত ৩ জুন বিকালে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।