সিলেটে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষকালে সাংবাদিক এ টি এম তুরাব গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার রাতে তুরাবের বড় ভাই বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবুল আহসান মো. আজরফ বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করেছে। এর আগে একই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল। ১৯ জুলাই জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে বিএনপি-জামায়াত। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব। পরদিন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও আড়াই হাজার জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি মো. মঈন উদ্দিন শিপন বলেন, ‘হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে আগেই একটি মামলা হয়েছে। সেটির তদন্ত চলছে। বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগটি আমরা রেখেছি এবং জিডি হিসেবে রেকর্ড করেছি। মূল মামলা ও পরিবারের জিডি (অভিযোগ) সমন্বয় করেই তদন্ত চলছে।’