দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলটির রাজনৈতিক এক সভায় কমিটির আহ্বায়ক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান। সভায় দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ছাত্র সমাজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ আন্দোলনে যেসব ছাত্র জীবন দিয়েছেন এবং যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের সবাইর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছি। ছাত্র সমাজের এ অবদানকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই শ্রদ্ধা এবং সম্মান করে। তারা জাতীয় বীরের মর্যাদায় সমাসীন থাকবেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।