শিরোনাম
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সমাজ ও রাষ্ট্রের দুর্নীতি দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে

ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি। দুর্নীতির কারণে সন্ত্রাস, উগ্রতা জঙ্গি তৎপরতাসহ বিভিন্ন ইস্যুকেন্দ্রিক মানবতাবিরোধী অপতৎপরতা মানুষের জীবনকে গ্রাস করেছে। সব মানবতাবিরোধী অপরাধ বৈষম্য দূর করে ন্যায়বিচারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে। গতকাল পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সৈয়দ হুমায়ুন কবীর আরও বলেন, মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য আর বৈষম্য। তাদের ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হচ্ছে না। তিনি বলেন, দুনিয়ার জীবনে কল্যাণ ও শান্তি এবং আখেরাতের জীবনে মহাক্ষতি থেকে রক্ষা পেয়ে চূড়ান্ত সফলতা লাভ করতে সবাইকে আল কোরআনের নির্দেশনা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী সমাজ কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে তিনি যার যার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানান। আবু জাফর মো. সালেহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মো. নুরুদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর