বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় মাসে ১৫ হাজারের মতো কারাবন্দি জামিনে মুক্ত হয়েছেন। দেশের বিভিন্ন কারাগারে হামলার ঘটনায় ২ হাজারের মতো বন্দি পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। ৯০০ বন্দি এখনো পলাতক। হামলার ঘটনাগুলোতে ৮৪টি অস্ত্র লুট করা হয়েছিল। ২৯টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। গতকাল পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য- শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত কারাগার প্রতিষ্ঠা করা। এ জন্য যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ছিলেন- তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিত্যদিনের কার্যক্রমে যে অনিয়ম সেগুলো নিয়েও কাজ করছি। সৎ কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন করছি।