গুম, নির্যাতন, মাদক এবং প্রতারণার মিথ্যা মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছয় র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক চিকিৎসক। ইসরাত রফিক ঈশিতা নামের এই চিকিৎসক গতকাল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করেন। ২০২১ সালে র্যাব কার্যালয়ে কর্মরত ছিলেন অভিযুক্ত এসব কর্মকর্তা।
অভিযোগ দাখিলের পর চিকিৎসক ঈশিতা সাংবাদিকদের জানান, ২০২১ সালের ২৮ জুলাই কাফরুলের বাসা থেকে র্যাব সদস্যরা আমাকে ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ২ আগস্ট তিনটি মামলা দিয়ে আদালতে তোলা হয়। এই পাঁচ দিনে আমার ওপরে অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয়। সার্টিফিকেট জাল মর্মে সংবাদ সম্মেলন করে কিছু মাদকসহ আদালতে প্রেরণ করা হয় আমাকে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দেড় বছর তিনি জেলখানায় ছিলেন।
একজন চিকিৎসককে এভাবে তুলে নেওয়া হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে এসকান্ডলাইজ করা হয়েছে। তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি এখানে মামলা করেছেন। আমরা অভিযোগ পর্যালোচনা করে দেখব, এ অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নেওয়া যায় কি না।