রাজধানীর মহাখালীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মশিউর রহমান ভূঁইয়া (৫২)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই ফরিদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার এসআই অমিত কুমার সাহা জানান, সোমবার রাতে ট্রিপল নাইনে (৯৯৯) খবর পেয়ে মহাখালী ওয়্যারলেস গেটের একটি বাড়ির নিচতলায় বন্ধু রেস্টুরেন্ট থেকে রক্তাক্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই অমিত জানান, ফরিদ মাদকাসক্ত। সে তেমন কিছু করত না। একাকি থাকত বেশিরভাগ সময়। মশিউর রুমে তাকে খাবার দিতে গিয়েছিলেন। পরে ফরিদ তার কাছে নেশার টাকা দাবি করে।
টাকা না পেয়ে তাকে ভারী কোনো লোহার বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মারা যান। ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে।