বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ২০২৫-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু এবং ভাইস চেয়ারম্যান হাসানুল ইসলাম ও ড. মোহাম্মদ কামরুজ্জামান। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন- সাজেদুর রহমান, মুরিদুল আলম, মো. রুহল আমিন, মোহাম্মদ জিল্লুর রহমান খান, সুফিয়ান আহমেদ ওসমানী, মো. সোহরাব হোসেন, মো. গোলাম মোর্তজা, কাজী মো. মনির হোসেন, ও জিয়াউদ্দিন আহমেদ।