স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘উড়োজাহাজের রুট থাকা অবস্থায় সেখানে স্কুল নির্মাণের অনুমতি কেন দেওয়া হলো। যারা অনুমতি দিয়েছে তাদের ধরতে হবে। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে জুলাই গণ অভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে কি সব ধরা সম্ভব? এগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করতে হবে।
আমাদের নিজেদের মধ্যে সংস্কার দরকার। আমরা সবাই যদি নিজেদের ও শিশুদের ভালো রাখতে চাই তাহলে প্রত্যেককেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।