‘খুনাখুনি লাগামহীন’ শিরোনামে ২৮ জুলাই বাংলাদেশ প্রতিদিনের পেছনের পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, প্রতিবেদনে জানুয়ারি-জুন ২০২৫ পর্যন্ত খুনের ঘটনার যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তা ঠিক নয়। উল্লিখিত সময়ে খুনের প্রকৃত ঘটনার সংখ্যা হলো ১২১টি, অথচ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২১৭টি; যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি। মাসভিত্তিক খুনের ঘটনার প্রকৃত সংখ্যা হলো জানুয়ারিতে ২০, ফেব্রুয়ারিতে ২২, মার্চে ১৮, এপ্রিলে ২২, মেতে ২৩ ও জুনে ১৬। স্পর্শকাতর ঘটনা সম্পর্কে ভুল তথ্য জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে, যা স্বাধীন সাংবাদিকতা নীতিমালার পরিপন্থি।
প্রতিবেদকের বক্তব্য : পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পুলিশের ওই পরিসংখ্যানে প্রতিবেদনে উল্লিখিত সংখ্যা ছিল।