চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভাগিনা শাহীন আলমের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মামা হারুন অর রশিদ (৪৫)। গতকাল বিকালে মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বসা সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে। নিহত হারুন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং দুই সন্তানের বাবা।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধ মীমাংসার বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে শাহীন তার মামার বুকে ছুরি মারে। ঘটনার পর পরই অভিযুক্ত ভাগিনা শাহীন পালিয়ে যায়। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশের তিনটি দল অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।