বাংলাদেশে আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত চাইল নয়াদিল্লি। গত ১৪ ও ১৫ জুলাই রাতে দুই ভারতীয় মাছ ধরার ট্রলার এফবি ঝড় ও এফবিএম মঙ্গলচ ীতে থাকা ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে মোংলার কাছে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করে। তারা আন্তর্জাতিক সমুদ্র সীমানা পেরিয়ে বাংলাদেশ এলাকায় মাছ ধরছিল।
জানা গেছে, এ খবর পাওয়ার পর ঢাকায় বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। দ্রুত কনস্যুলার যোগাযোগের সম্মতি চাওয়া হয়। এরপর আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবীকে ফেরত চায় নয়াদিল্লি।