রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা করেছে। গতকাল দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দীন সিফাত (দপ্তর) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপি নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। এ ছাড়া গতকাল বিকালে ফেনীতে পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।’ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, মর্মান্তিক এ দুর্ঘটনায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।