জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে একের পর এক অভিযান চালিয়ে ১২০ কেজি সোনা উদ্ধারসহ এর সঙ্গে জড়িত ৮০ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ১৯১ কোটি ৪ লাখ ৮২ হাজার ৩৩১ টাকা। গত ১৩ মাসে বিজিবির অভিযান চালানো ১৩টি জেলা হচ্ছে- যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, কক্সবাজার, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ। গত বছরের ৬ আগস্ট থেকে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বিজিবি জানায়, গত ২৮ আগস্ট বিজিবির যশোর ব্যাটালিয়ন কোদালিয়া এবং তারাগঞ্জ বাজার এলাকায় থেকে ৫ কেজি ৩৩৪ গ্রাম সোনাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকা।
গত ২৫ জুলাই বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন কুমিল্লাপাড়া এলাকা থেকে ৪ কেজি ২০৩ গ্রাম সোনা জব্দ করে। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। গত বছরের ২৪ সেপ্টেম্বর বিজিবির যশোর ব্যাটালিয়ন যশোর থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪ কেজি ৫৫৭ গ্রাম সোনাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।