গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ জনকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান। এ ছাড়াও নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খাঁ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন।
শাহপরান হলে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।