চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় বৃহস্পতিবার। এর পরই প্রচারে ব্যস্ত হয়ে পড়েন ছাত্রশিবির, ছাত্রদলসহ সব প্যানেলের প্রার্থী। এর মধ্যে দুর্গাপূজার ছুটি শুরু হয়েছে, ক্যাম্পাস ছেড়েছে অনেকেই। শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও থেমে নেই প্রচার। শহর থেকে ক্যাম্পাস, শাটল ট্রেন, হল, মসজিদসহ সবখানে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। কেমন সাড়া মিলছে-জানতে চাইলে গতকাল ছাত্রদল সমর্থিত প্যানেলের দপ্তর সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পূজার ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী চলে গেছেন। এর মধ্যেও প্রচার চালাতে গিয়ে আন্তরিকতা অনুভব করছি।’ শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না বলেন, ‘অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ও শহরে রয়েছেন। তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’ নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ঈশা দে বলেন, ‘ছুটিতে প্রচারে একটু প্রভাব পড়ছে।’
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সাদরে গ্রহণ করছেন।’
জিএস প্রার্থী রশিদ দিনার বলেন, ‘ছুটিতে ক্যাম্পাসে যারা আছেন তাদের থেকে বেশ সাড়া পাচ্ছি।’ ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়েই এগিয়ে যাচ্ছি।’
ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব বলেন, ‘ছুটির মধ্যেও যারা ক্যাম্পাস ও শহরে রয়ে গেছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবেন এটাই আশা করি।’