রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে চাঁদাবাজির সময় গ্রেপ্তার এনসিপির এক নেতাসহ চারজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।
আসামিরা হলেন- এনসিপির মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী আবদুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, হাবিবুর রহমান ফরহাদ ও মোহাম্মদ আবু সুফিয়ান।
অপর আসামি মো. শাহিন হোসেনকে প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার তাদেরকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য গতকাল দিন ধার্য করেন বিচারক।
এর আগে, গত রবিবার রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির সময় সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। চাঁদাবাজির এ ঘটনায় সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শিল্পী আক্তার সোমবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০ সেপ্টেম্বর মধ্যরাতে আসামি মোহাম্মদপুরের সেইফ হাসপাতালে মো. শাহিনের স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। পরে বাচ্চা মারা যাওয়ায় মামলা করবেন না মর্মে হাসপাতালের মালিকের ছেলে মো. আবু সাইদের কাছে গত ২২ সেপ্টেম্বর ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শাহিন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা হাসপাতালের মেশিন ও সিসি ক্যামেরা ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতি করে। একপর্যায়ে আসামিরা সাঈদকে হত্যার হুমকি দিলে ভয়ে ১ লাখ ২০ হাজার টাকা দেন বাদী। এরপর বিভিন্ন সময় আসামিরা মোবাইল ফোনে অবশিষ্ট টাকা চান। গত রবিবার আসামিরা ১ লাখ টাকা নেন। বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য চাপ তৈরি করেন।