২৮ মার্চ, ২০২৩ ২২:১৩

অনিয়ম করার পথ কি এতে বন্ধ হবে?

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

অনিয়ম করার পথ কি এতে বন্ধ হবে?

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

এক পরিবার থেকে ৩ জনের বেশি পরিচালক থাকতে পারবে না বলে ব্যাংকিং কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা। আগে যা ৪ জন ছিল। বিষয়টি নি:সন্দেহে প্রশংসাযোগ্য। কিন্তু সমস্যা কি শুধু সেখানে? কোনো এক ব্যক্তি বা ব্যবসায়ী গ্রুপ তাদের বিভিন্ন কোম্পানির নামে ব্যাংকের শেয়ার রেখে পরিবারের বাহির থেকে সে সমস্ত কোম্পানির প্রতিনিধি হিসেবে প্রক্সি ডাইরেক্টর হিসেবে বিভিন্ন ব্যক্তিকে ব্যাংকের পরিচালক, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান নিয়োগ করে কয়েকটি ব্যাংক নিয়ন্ত্রণে রাখলে অনিয়ম করার পথ কি এতে বন্ধ হবে? 

এ বিষয়ে সুস্পষ্ট আইন না করলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পরবে। কারণ প্রতিনিধি হিসেবে যারা ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান হন তারা তাদের মালিকের পক্ষে কর্মচারী হিসেবে কাজ করে বিভিন্ন অনিয়ম করেন। কিন্তু মালিক বা শেয়ারহোল্ডার না হওয়ায় তারা থাকেন ধরা-ছোঁয়ার বাইরে। আর মালিক হিসেবে যারা অনিয়ম বা লুটপাটের সুবিধাভোগী হন তারা বোর্ড সদস্য না হওয়ায় থাকেন ধোয়া তুলশিপাতা। এ বিষয়টি ঠিক না করে ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করে কোনো লাভ হবে কি?

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর