ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও শুক্রবার পালিত হবে ঈদ উল আযহা। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। দেশে পরিবার পরিজনের কাছে অর্থ পাঠিয়েছেন অনেকেই। বাঙালি মানিট্রান্সফার এর দোকানগুলোতে গত কিছুদিন ধরে প্রবাসীদের ভিড় লেগেই ছিল।
মাদ্রিদের ভূঁইয়া মানিট্রান্সফার এর স্বত্ত্বাধিকারী নাহিদ আনোয়ারুল জানান, চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ১০০ জন প্রবাসী বাংলাদেশি তার দোকান থেকে দেশে অর্থ প্রেরণ করেছেন।
বার্সেলোনায় ডট মিডিয়া মানিট্রান্সফার এর স্বত্ত্বাধিকারী আফাজ জনি বলেন, প্রতিবছর দুই ঈদেই প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান।
মাদ্রিদের একটি মানিট্রান্সফার দোকানে দেশে অর্থ পাঠাতে আসা আফজাল হোসেন বলেন, দেশে কোরবাণী আর ছোট ভাই বোনদের ঈদের জামা কাপড় কেনার টাকা পাঠাতে এসেছি। এখানেতো আর দেশের মতো ঈদের আমেজ নেই। দেশে মা বাবা, ভাই বোনরা যদি আনন্দে ঈদ কাটায়, সেটাই আমার আনন্দ।
স্পেনে প্রকাশ্যে কোরবাণী দেয়ার অনুমতি নেই। যারা এখানে কোরবাণী দিতে চান, তাদেরকে গ্রোসারি দোকানগুলোতে শরণাপন্ন হতে হয়। মাদ্রিদ ও বার্সেলোনায় বাংলাদেশি গ্রোসারি অনেকগুলো দোকানে কোরবাণীর অর্ডার নেয়া হচ্ছে।
মাদ্রিদে এমনই একটি দোকানের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন বলেন, আমরা কেবল কোরবাণীর জন্য খাসির অর্ডার নিয়েছি। এ বছর ২০ টি খাসির অর্ডার নেয়া হয়েছে। মাংস সরবরাহকারী একটি আরবী কোম্পানি খাসিগুলো কোরবাণী দিয়ে আমাদের এখানে নিয়ে আসবে। গ্রাহকের কাছ থেকে প্রতি খাসি বাবত মূল্য নেয়া হচ্ছে ১৫০ ইউরো।
মাদ্রিদের একটি গ্রোসারি দোকানে ঈদের বাজার করতে আসা সোনিয়া সরদার জানালেন, এই প্রবাসেও ঈদকে নিয়ে আশা আকাঙ্ক্ষা আর প্রস্তুতির কমতি থাকেনা। ঘরেই আমরা শেমাই, পিঠাসহ বাঙালি খাবার তৈরি করি। তবে দেশে প্রিয়জনদের রেখে ঈদ কাটানো বেদনার। ঈদের নতুন জামা কাপড় পরে আব্বা আম্মাকে কদমবুচি করা, আত্মীয় স্বজনদের বাসায় বেড়ানো সবই এখন প্রবল মিস করি।
রাজধানী শহর মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকায় কাসিনো পার্কের খোলা ময়দানে সকাল ৮:৩০ ও ৯:৩০ টায় ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পর্যটনগরী বার্সেলোনায় বাঙালি অধ্যুষিত এলকায় বাংলাদেশি মসজিদ শাহ জালাল জামে মসজিদে সকাল ৭:৪৫, ৮:১৫ ও ৯:১৫ টায় তিনটি জামাত এবং লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭:৩০, ৮:১৫ ও ৯:০০ টায় তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর