তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলক জানিয়েছেন, ১০ বছরে বাংলাদেশে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে সফল হয়েছে সরকার। পরবর্তী ৫ বছরে সরকারের আরও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে বাহরাইনের মানামায় আয়োজিত অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।
এ সময় প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে ২০১৫ সাল থেকে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতার কথাও স্বীকার করেন।
প্রতিমন্ত্রী বৈশ্বিক পর্যায়ের এই নেটওয়ার্ক (জি.ই.এন) আধুনিক প্রযুক্তি বিষয়ক জ্ঞান আাদান প্রদানের জন্য কিভাবে একটি সেন্টার অব এক্সিলেনস প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে সেই বিষয়ে প্রতিমন্ত্রী পরামর্শসহ একটি প্রস্তাব রাখেন।
উপস্থিত মন্ত্রীবর্গ ও উদ্যোক্তাগণ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রতি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ মিশনের কাউন্সেলর মো. রবিউল ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা