১৮ এপ্রিল, ২০১৯ ০২:১৪

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’

প্রেস বিজ্ঞপ্তি

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় কর্মসূচির আলোকে ও যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ২০১৯ কনুস্যলেট প্রাঙ্গণে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপিত হয়েছে।

কনস্যুলেটের কাউন্সিলর মজিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। 

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আমিনুল ইসলাম উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

সবশেষে ১৭ এপ্রিল ১৯৭১-এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে কনস্যুলেট ভবনে আলোকসজ্জা করা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর