জমজমাট আয়োজনে ৫ম বারের মতো অভাবনীয় সাফল্য আর উপচেপড়া দর্শকের অংশগ্রহণে গত পর ২০ এপ্রিল শনিবার টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল। কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল আয়োজিত এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কানাডার বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান।
উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন কনসুলার জেনারেল অব টরন্টো নাইম উদ্দিন আহমেদ,বাংলামেইল প্রকাশক রেজাউল কবির, বাংলামেইল সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুল হালিম মিয়া, সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ব্যবস্থাপনা সম্পাদক ইউসুফ শেখ, আলবিয়ন বিল্ডিং কনস্যালট্যান্ট ইনকের ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন, পরিচালক ফরিদা হক, বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল, ওকপার্ক মর্গেজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসাবউদ্দীন খান আসাদ, কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশন ইনকের সিইও মোহাম্মদ হাসান, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, রিয়েলটর রবিন ইসলাম, রিয়েলটর আব্দুল মান্নান, রিয়েলটর রাসেল সিদ্দিকী, মেলোডি হোমসের সিইও মনজুর চৌধুরী, প্রাইম ব্যাংক ফাইন্যানসিয়াল ইনভেস্টম্যান্টের পক্ষে শামীম আরিফ, ফাইন্যানসিয়াল এ্যাডভাইজার জিসান আলী, বীর মুক্তিযোদ্ধা সালাম শরিফ ও নাজমুল হোসেন মনা, বিশিষ্ট ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত লায়ন শামসুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন ন্যাথানিয়েল এরিসকিন-স্মিথ এমপি ও টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড। ২০ এপ্রিল বিকাল ৫টা থেকে রাত ১২ টা পর্যন্ত টানা পরিবেশনা ছিলো তারকাদের। আর ২১ এপ্রিল ছিলো মিট এন্ড গ্রিট স্থানীয় কস্তুরি রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কোয়েট হলে। বর্ণাঢ্য এই আয়োজনের ট্রাভেল পার্টনার টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে র্যাফেল ড্রতে টরন্টো-ঢাকা-টরন্টো বিজনেস ক্লাশ এয়ারটিকিট প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জেনারেল ম্যানেজার অব টার্কিশ এয়ারলাইন্স কানাডা জাফের বলুকব্যাজি ও রিজিওনাল কর্পোরেট ম্যানেজার তারিক আনোয়ার।
সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর,অভিনেতা আজিজুল হাকিম,অভিনেত্রী রিচি সোলায়মান ও নাট্যকার জিনাত হাকিমের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন ভাসাভি'স নাহিদ'স কালেকশনের কর্ণধার নাহিদ আকতার, আলবিয়ন বিল্ডিং কনস্যালট্যান্ট ইনকের ব্যবস্থাপনা পরিচালক জামাল হোসেন ও পরিচালক ফরিদা হক, ওকপার্ক মর্গেজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসাবউদ্দিন খান আসাদ ও বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল।
বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি এন্ড্রু কিশোরের টানা কয়েকঘণ্টা পারফরমেন্স হাজারো দর্শককে মুগ্ধ করে রাখে। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রিচি সোলায়মান অভিনীত এবং জিনাত হাকিম নির্দেশিত কমেডি ড্রামা 'লটারি' দর্শকরা দারুণ উপভোগ করেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন টরন্টোর দুই জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী ও আসমা হক।
ফেস্টিভ্যালের আহ্বায়ক এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, এই আয়োজনকে সফল করে তোলার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা। খুব শীঘ্রই ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, কানাডায় বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, এনডিপির প্রধান জগমিত সিং, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, মিটজি হান্টার এমপিপি, টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, জিম কিরিজিয়ানজিসসহ আরও অনেকে।
এবারের আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করে।
বিডি প্রতিদিন/ফারজানা