২৬ এপ্রিল, ২০১৯ ১০:৩২

কাতারে বাংলাদেশ স্কুলে ‘আজ’ বাংলা নববর্ষ উদযাপন

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি

কাতারে বাংলাদেশ স্কুলে ‘আজ’ বাংলা নববর্ষ উদযাপন

প্রতি বছরের ন্যায় এবারও কাতারে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে কাতারের রাজধানী দোহার আবু হামুর বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার বিকাল ৪ টায় বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করার কথা রয়েছে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

জানা যায়, প্রবাসের মাটিতে বেড়ে উঠা তরুণ প্রজন্মকে বাংলা সাংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন। মেলায় বিভিন্ন স্টলে পান্তা-ইলিশ, পিঠাপুলিসহ বিভিন্ন মজাদার খাবার নিয়ে বসেছেন প্রবাসী ব্যবসায়ীরা।

মেলায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করতে বিশেষ করে বাংলাদেশ স্কুল, বাংলাদেশ কমিউনিটি, চাঁদপুর সমিতি ও বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার আমন্ত্রণ জানিয়েছেন।

আর সন্ধ্যায় গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখবেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যান্ড দল ‘শ্রবণ’।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর