মার্কিন রাজনীতিক এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ কর্তৃক ‘শুভ বাংলা নববর্ষ’ উচ্চারণই শুধু নয় রীতিমত বাঙালি বধূর মত শাড়ি পরে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের বিলম্বিত ‘বর্ষবরণ’র অনুষ্ঠানকে বর্ণাঢ্য আমেজে পরিপূর্ণ করেন। এ অনুষ্ঠানে আরও কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকরাও বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
এ উপলক্ষে কন্স্যুলেটের মিলনায়তনটি সাজানো হয় আবহমান বাঙালি সংস্কৃতির নানা উপাদান দিয়ে। এর মধ্যে ছিল পাল তোলা নৌকা, ঢাক-ঢোল-একতারা, নকশী কাঁথা, ডালা-কুলা, তাল পাতার পাখা, মাটির পুতুল ইত্যাদি।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলা নতুন বছর-২০২৬ কে বরণের ব্যতিক্রমী এ আয়োজনে বাঙালিদের সাথে সংহতি প্রকাশের জন্যে কলম্বিয়ান-আমেরিকান ক্যাটালিনা ক্রুজের এ উপস্থিতির মধ্য দিয়ে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ ঘটলো বলে অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উল্লেখ করেছেন।
এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক অঙ্গরাজ্য গভর্ণর কর্তৃক ‘২৬ মার্চকে নিউইয়র্কে বাংলাদেশ ডে’ ঘোষণাপত্র সংগ্রহ করেন এই কন্সাল জেনারেল। শুধু তাই নয়, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজের দেয়া একটি বিশেষ সম্মাননাপত্রও পেয়েছেন সাদিয়া ফয়জননেসা।
কন্স্যুলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারির কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্যে কন্সাল জেনারেল সাদিয়া বাংলা নতুন বছরের ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতির তথ্য উপস্থাপন করেন এবং বাঙালিরা এই প্রবাসেও পারস্পরিক সম্প্রীতির বন্ধনে উজ্জীবিত রয়েছেন বলে উল্লেখ করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের মানুষ ধারণ করে ধর্ম যার যার, উৎসব সবার।
অনুষ্ঠানে বাঙালি আমেজে নৃত্য-গীতের মধ্যে মুক্তিযোদ্ধা-চিত্রশিল্পী তাজুল ইমামের পরিবেশনা সকলকে মুগ্ধ করেছে। দিনভন বৃষ্টি সত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
বাঙালি রসনায় পূর্ণ বিভিন্ন আইটেমের ডিনার পরিবেশনের মধ্য দিয়ে চমৎকার এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম