১৫ সহস্রাধিক প্রবাসীর অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘মুনা কনভেনশন-২০১৯’ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে শুরু হবে ৫ জুলাই। ‘ইসলাম দ্য ব্যালেন্সড ওয়ে অব লাইফ’ মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশি মুসলমানদের সংগঠন ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ তথা মুনার এ কনভেনশনের বিভিন্ন সেশনে অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইমাম সিরাজ ওয়াহাজ্জ, ইমাম দেলোয়ার হোসাইন, ইমাম সোয়াইব ওয়েব, উস্তাদ ওয়াহাজ তারিন, ইমাম জাইদ সাকির, ড. ফারহান আব্দুল আজিজ, ড. আলতাফ হোসাইন, ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ, উস্তাদা দুনিয়া সোয়াইব, শেখ আবুল কালাম আজাদ বাশার, ইমাম আসিফ হিরানি, ড. সুজি ইসমাইল প্রমুখ।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে কনভেনশনের সামগ্রিক প্রস্তুতির আলোকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এটি হচ্ছে মুনার ষষ্ঠ কনভেনশন। গত বছরের কনভেনশনও একই স্থানে অনুষ্ঠিত হয় এবং তা ছিল দুদিনের। সেখানে ১০ সহস্রাধিক প্রবাসীর সমাগম ঘটেছিল।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে কনভেনশন কমিটির আহ্বায়ক আরমান চৌধুরী আরও বলেন, ‘মুনা আমেরিকার একটি দাওয়াতি সংগঠন। মানুষের নৈতিক, ব্যক্তিগত ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তালাশের নিমিত্তে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত মুনা নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশনভুক্ত। বর্তমানে আমেরিকার ৩০এরও অধিক অঙ্গরাজ্যে কর্ম তৎপরতা পরিচালনা করছে।’
‘মুনা আমেরিকায় জাতীয়ভিত্তিক সংগঠন হলেও মুনার প্রাথমিক ফোকাস হচ্ছে বাংলা ভাষাভাষী তথা বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। মুনা প্রধানত: বাংলা ভাষাভাষীদের মাঝেই এর কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এদের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ নিশ্চিত করতেই মুনা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে নিজের আধ্যাত্মিক, নৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সংরক্ষণ করতেও মুনা কাজ করছে’-উল্লেখ করেন আরমান চৌধুরী।
আসন্ন কনভেনশনে তরুণ-তরুণীদের জন্য থাকবে আলাদা ‘ইয়ুথ কনভেনশন।’ ভারসাম্যপূর্ণ জীবনের বিভিন্ন দিক ও বিভাগের উপর সমান্তরালভাবে কর্মসূচি থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামী ও অন্যান্য সামগ্রির দোকানও থাকবে। রয়েছে ছোট্টমনিদের জন্যে খেলাধূলার রাইড। এ কনভেনশনকে অতীতের মতোই সাফল্যমণ্ডিত করতে গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মুনার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, কনভেনশনের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, মুনার মিডিয়া সম্পর্কিত প্রধান কর্মকর্তা মাহবুবুর রহমান এবং ব্রুকলীন নর্থের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল আরিফ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম