কুয়েত ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ৮ দিনব্যাপী ইসলামি সম্মেলন শুরু হয়েছে।
২৬ এপ্রিল (শুক্রবার) মাহবুল্লাহ হিযাম বিন আউফ মসজিদে এই ইসলামী সম্মেলনের উদ্বোধন হয়।
কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জাহরা, ফাহাহিল, ওফরা, আবদালিসহ বেশ কয়েকটি স্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ আগামী শুক্রবার (৩ মে) হাসাবিয়া বড় মসজিদে ইসলামি মহাসম্মেলনের মধ্য দিয়ে সমাপ্তি হবে।
আলোচনা করবেন কুয়েত ধর্মমন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ থেকে আগত অতিথি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার অন্যতম আলোচক, ইসলামি বিশ্ববিদ্যালয় মদীনা মুনাওয়ারাহ সৌদি আরব থেকে পিএইচডি প্রাপ্ত ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক বিশিষ্ট ইসলামী গবেষক শায়খ ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া এবং বিশিষ্ট ইসলামী গবেষক ও ভারত থেকে অন্যতম আলোচক শায়খ মতিউর রহমান আল-মাদানীসহ স্থানীয় অনেক আলেমগণ। শুক্রবার বাদ মাগরিব কুয়েতে ইসলামি সম্মেলনের পরিচালনা করেন শাইখ হাবিবুর রহমান মাদানী।
বিডি প্রতিদিন/কালাম