বর্তমানে ইউরোপের অগ্রসর অর্থনীতির এবং ইউরোপে অভিবাসী প্রত্যাশীদের স্বর্গরাজ্যর দেশ পর্তুগাল। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান প্রধান দেশটিতে বর্তমানে মুসলমানদের সংখ্যা নেহায়াত কম নয়। সেখানেও ইসলামের প্রচার ও প্রসার নেমে নেই।
তারই ধারাবাহিকতায় ইসলামিক কমিউনিটি ইন পোর্তো এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতা পোর্তোর হোটেল ইউরোস্টার হিরোইসমোতে মোজাম্বিকের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর পবিত্র কোরআন শরীফের উপর গবেষণা করে পর্তূগিজ ভাষায় অনুবাদের সংকলন কপি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল মোজাম্বিকের কনস্যুলার, পর্তুগালের সাবেক মন্ত্রী ড. মানুয়েল পিজারো, পোর্তোর সিটি কার্পোঃ এর জোন্তা প্রেসিডেন্ট আন্তোনিও ফনসেকা, জোয়াও কোয়েলো, লিসবনের এবং পোর্তোর খ্রিস্টান ধর্মীয় পাদ্রে, পর্তুগাল জুইস কমিউনিটির প্রেসিডেন্ট, আন্টোনিও নুনেস, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, হযরত হামজা (রাঃ) মসজিদের সভাপতি মামুন হাজারী, ইসলামিক কমিউনিটি ইন পোর্তোর সেক্রেটারি আব্দুল্লাহ, বিভিন্ন কমিউনিটির কর্মকর্তা সহ পর্তূগিজ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন