আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে শ্রমিক মেলার প্রস্তুতি সভা করেছে মেলা কর্তৃপক্ষ। শুক্রবার, ২৬ এপ্রিল স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার ও পরিবর্তন'র ( দ্য চেঞ্জ) চেয়ারম্যান মিসবাহ আহম্মেদের যৌথ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মেলার সহযোগী সংগঠন বাহরাইনে বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, লিন্নাস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জয়নুল আবেদিন, লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দিন, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ হাশেম।
সভায় বিদেশিদের মাঝে বাংলাদেশকে নতুন আঙ্গিকে তুলে ধরা, বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাবস্থা, অবৈধদের বৈধ করার এবং উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার প্রতিপাদ্যকে নিয়ে পরামর্শ ক্রমে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য কয়েকটি সিদ্ধান্তের মধ্যে মিডিয়া পার্টনার, স্টল প্রতি ফি ১০০ দিনার ও খেলার এন্ট্রি ফি ৫০ দিনার করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ সময় সভায় অংশগ্রহণ করেন এস এস বি গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ সিয়াম শাহ, জেঞ্জ এক্সচেঞ্জের, আনোয়ার ফারুক, ইউ এ ই এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপ এসোসিয়েট মোহাম্মদ কায়সার আলম, ডা. জাহাঙ্গীর আলম, ব্যাবসায়ী আকতার হোসেন কাঁচা মিয়া, জাহাঙ্গীর ফকির, ইয়োর্থ ক্লাবের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক মাছুম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন। এছাড়া স্টল নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিভাগীয় ও জেলা পরিষদের প্রতিনিধিদের মধ্যে ছিলেন কুমিল্লার শান্ত, পারভেজ, ঢাকার নুরুল ইসলাম, আজাদ, চাঁদপুরের ওমর ফরুক, বিবাড়ীয়ার জাহিদ, আলা উদ্দিন, শরীয়তপুরের সেলিম দড়ি, আবুল কালাম দড়ি, সিলেটের মাজহারুল ইসলাম, বাচ্ছুসহ চট্টগ্রাম ও নোয়াখালীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার