বেশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল ৩৬ তম ভিয়েনা আন্তর্জাতিক সিটি ম্যারাথন ২০১৯। রবিবার অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নিয়েছেন জার্মান প্রবাসী দূরপাল্লার সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল।
ঢাকা জেলার নবাবগঞ্জে জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী এই দৌড়বিদ ৪২.২ কি.মি. এর দূরপাল্লার ট্র্যাকে দৌড় শেষে যথারীতি উড়িয়েছেন দেশের লাল সবুজের পতাকা।
সমতল ম্যারাথনের এই ট্র্যাক শেষ করতে শিব শংকর পাল সময় নিয়েছেন সর্ব সাকুল্যে ৩ ঘণ্টা ১৫ মিনিট। যা আগের যেকোন আন্তর্জাতিক ম্যারাথনের চাইতে ব্যাক্তিগত পর্যায়ের সবচেয়ে ভালো টাইমিং।
ম্যারাথন শেষে শিব শংকর বলেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগীতায় আমি অংশ নিই শুধুমাত্র আমার দেশের পতাকা তুলে ধরব বলে। কোনও পুরস্কার জেতার জন্য আমি দৌড়াই না। তবে ভিয়েনা সিটি ম্যারাথনে আমি লাখ লাখ দর্শকদের সামনে আমার লাল সবুজের বাংলা মায়ের পতাকা উড়াতে পেরেছি এটাই আমার সবচেয়ে গর্বের। যতদিন শরীরে বল আর দম থাকবে ততদিনই দৌড়াব।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রাণকেন্দ্র জাতিসংঘ ভবনের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজারেরও বেশি প্রতিযোগী। শহরের বিভিন্ন আর্কষণীয় জায়গা ঘুরে ম্যারাথনটি শেষ হয় স্থানীয় বুর্গ থিয়েটার হয়ে ভিয়েনা রাথহাউসের সামনে।
উল্লেখ্য, শিব শংকর গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর্ন্তজাতিক ম্যারাথনে অংশ নিয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে ব্যক্তিগত ১০০ তম ম্যারাথনে অংশগ্রহণের বিরল রেকর্ড গড়েছেন। এমন কৃতিত্বে দেশ বরণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত এই দৌড়বিদকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সুনামগঞ্জের তাহেরপুরের টেকেরহাটের পর্বে।
তবে তিন সন্তানের জনক শিব শংকরের এখন আপাতত একটাই লক্ষ্য আর তা চলতি বছরের মে মাসের ২৯ তারিখে দক্ষিণ এশিয়ার নেপালে অনুষ্ঠিতব্য তেনজিং হিলারী মাউন্ট এভারেস্ট ম্যারাথনে দৌড়ে দেশের সম্মান বাড়ানো। আর এজন্য নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মিউনিখের পাহাড় সমতলে। আর সমতল থেকে এভারেস্টের ২০০০ থেকে ৫০০০ মিটার উপরে যাওয়ার এই ম্যারাথন যে খুব একটা সহজ হবে না তা খুব ভাল করেই জানেন এই দৌড়বিদ। তাইতো দেশবাসী সকলের দোয়াও চেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল