বরেণ্য কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্ল্যাহর মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাহফুজ উল্ল্যাহ শুধু বাংলাদেশের নামকরা সাংবাদিকই নন, তিনি ছিলেন একজন লেখক, কলামিস্ট ও টেলিভিশন ব্যক্তিত্ব। তার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই ।
বরেণ্য এ সাংবাদিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া সভাপতি মনির বিন আমজাদ, সিনিয়র সহ - সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ - সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সোহান, প্রচার সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মোঃ আবির, আশরাফুল মামুন ও ফারজানা সুলতানা প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন