বাংলাদেশ কিশোরগঞ্জ-অস্ট্রিয়া সমিতির উদ্যোগে ভিয়েনায় বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে গতকাল রবিবার (২৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বর্ষবরণ এই অনুষ্ঠানে অষ্ট্রিয়ান ও অন্যান্য ভাষাভাষীর মানুষসহ বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহি দাস সাহা। সঞ্চালনা করেন ডা: অনুপমা হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মো: আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো: আবু জাফরের সহধর্মিণী সালমা আহমেদ জাফর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলর ভলফগাং উইনিনগার, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, বিক্রমপুর-অস্ট্রিয়া সমিতির সভাপতি শাহ কামাল, শাহজালাল-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম জসিম, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক ইয়াসিম মিয়া বাবু, বাংলাদেশ কিশোরগঞ্জ-অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক সুলাইমান শাহ প্রমুখ।
প্রথমেই অনুষ্ঠানটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান রুহি দাস সাহা। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো: আবু জাফর তাঁর বক্তব্যে বাংলার পয়লা বৈশাখের ইতিহাস তুলে ধরে বলেন, বাংলার ঐতিহ্যে ঘেরা বর্ণিল সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রবাসে এই ধরনের অনুষ্ঠান খুব জরুরি। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে এম. নজরুল ইসলাম বলেন, ‘বাংলা নববর্ষের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ ঘটেছে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি এক অকৃত্রিম ভালবাসার।’খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, প্রবাসে বাংলা বর্ষবরণ আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলার সংস্কতিকে জানার সুযোগ করে দেয়।
অনুষ্ঠানের সভাপতি রুহি দাস সাহা তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সমবেত সবাইকে ধন্যবাদ জানান। এবং এই অনুষ্ঠান সফল করতে সাহায্য-সহযোগিতাকারীদের প্রতি জানান কৃতজ্ঞতা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। বর্ণাঢ্য এই আয়োজনে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন, নাহিদ খান সুমি, আবুল কালাম, সারাহ, ফারাহ, অপর্ণ, অর্জন, রোদেলা, রামিতা, রাম, জাকিয়া, জাকারিয়া, ঈশিতা, অয়ন, পূর্ণা, প্রজ্ঞা, প্রভা, আদ্রিয়া, প্রদীপ্তা, মালিহা, মিয়া বাবু, ফারজানা, জারা, সারা, বৃত্তি প্রমুখ।তবলায় ছিলেন, বিশ্বজিৎ ঘোষ, মিউজিকে ছিলেন, মি. অনান্দ, সঙ্গীত ও নৃত্য পরিচালনায় ছিলেন, নাহিদ খান সুমি।
অনুষ্ঠানে সকল সঙ্গীত ও নৃত্য শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন, রাষ্ট্রদূত মো: আবু জাফর, রাষ্ট্রদূতের সহধর্মিণী সালমা আহমেদ জাফর, এম. নজরুল ইসলাম, খন্দকার হাফিজুর রহমান নাসিম, বায়েজিদ মীর ও রুহি দাস সাহা। সবার জন্য প্রীতিভোজে ছিল, ঐতিহ্যবাহী বাঙালি খাবার। উল্লেখ্য, অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে বিশেষ ভ’মিকা রাখেন, মিতা সাহা, অর্পনা দাস, মানসী পন্ডিত, জাকিয়া ইকবাল, নাহিদ খান সুমি, ডা: অনুপমা হক, রাবেয়া আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর