ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোমের প্রেনেসতিনা মক্কি মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক।
নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন, সহ সভাপতি এহসানুল হক মিনু, দিদার উদ্দিন, আলী মোহন, জসিম উদ্দিন, মো. হারুন, মো. তোফায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাইফুল ইসলাম পারভেজ, ওমর ফারুক পিন্টু, মোরশেদ আলম রহিম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক জামাল, শ্যামল কাওছার, মো. সোলয়মান, মো. করিম, ভারপ্রাপ্ত কোষধ্যক্ষ মো. সুমন, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সজল , রুবেল, উপদেষ্টা মো. নুরুল আবছার, জহিরুল হক আরমি, মিয়া সিদ্দিক, স্থায়ী কমিটির সদস্য আব্দুল ওহাব, রহমত উল্লা মহসিন, ১নং সদস্য আনোয়ার আজিম সিমনে, সমন্বয়কারী হাজী আলমগীর কবির, আব্দুল মজিদ বাবুল, মোশাররফ হোসেন আরজু প্রমুখ।
এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি, ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, একতা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন। ইফতারপূর্বক দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল