অস্ট্রিয়ার বাংলা কমিউনিটির অভিভাবক এবং একাধিকবার নির্বাচিত বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি শাহ মোহাম্মদ ফরহাদের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ যোহর ভিয়েনার কেন্দ্রীয় ইসলামিক কবরস্থান প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত এম আবু জাফর, দূতালয় প্রধান রাহাত বিন জামান, শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিনী জান্নাতুল ফরহাদ, কন্যা ফারজানা, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা এবং শাহ মোহাম্মদ ফরহাদের ঘনিষ্ঠ সহচর রানা বখতিয়ার, কাঞ্চন, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক সালমান কবির সোহাগ, বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকাদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তরুণ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবিদ হোসেন খান তপন, অস্ট্রিয়া বিএনপি নেতা নেয়ামুল বশির এবং ফজলুর রহমান বকুল, লেখক সাইফুজ্জামান শেখসহ ভিয়েনা প্রবাসী বাংলাদেশিরা।
জানাজার শুরুতে শাহ মোহাম্মদ ফরহাদের কন্যা ফারজানা বক্তব্য রাখেন। এরপর শাহ মোহাম্মদ ফরহাদের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা রানা বখতিয়ার বলেন, ফরহাদ ভাই আমাদের মাঝে সবসময় ভালোবাসার পাত্র হয়ে থাকবে। আমরা সবাই মিলে ফরহাদ ভাইয়ের দেখানো পথ ধরে চলবো এবং উনার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ফরহাদ আমাদের বর্তমান কমিটির সদস্য ছিলেন। নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের সাথে বৃষ্টিতে ভিজে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। আমরা ভিয়েনাবাসী ফরহাদ ভাইয়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
এদিকে, সন্ধ্যায় শাহ মোহাম্মদ ফরহাদের আত্মার মাগফেরাত কামনা করে ভিয়েনাস্থ বায়তুল মোকারম জামে মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল