ফ্রান্সের রাজধানী প্যারিসে কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে ফ্রান্সে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হাসান মাহমুদ দুলাল, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন মিন্টু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক শাহ পরান, প্রচার সম্পাদক কাজী আব্দুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সদস্য ডালিম, উপদেষ্টা অধ্যাপক অপু আলম, কাজী শাহজাহান লিটন, হারুন, মিজান চৌধুরী মিন্টু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশে ও প্রবাসে বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম