"এসো হাত ধরি, সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে দক্ষিণ কোরিয়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটির আত্মপ্রকাশ ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের অংশগ্রহণের পাশাপাশি, ব্যবসায়ী, কোরিয়ান নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবার-পরিজনসহ ঈদ পুনর্মিলনীর এই আয়োজন এক মিলন মেলায় পরিণত হয়।
মুমিন ইয়াং এর সভাপতিত্বে ও মোঃ আবদুল বায়েছের পরিচালনায় অনুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে চলে রাত অবদি। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
জুরি বোর্ডের সিদ্ধান্ত এবং সকলের মতামতের ভিত্তিতে নওশাদ মোঃ লী মেজরস কে সভাপতি, মোহাম্মদ আলিম কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আরিফকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১বছরের জন্য একটি আংশিক কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন