১৮ আগস্ট, ২০১৯ ১২:৩০

কাতারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কাতার প্রতিনিধি:

কাতারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ গনি।

বদরুল আলম ও জামাল হোসেনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জসিম উদ্দিন দুলাল,নজরুল ইসলাম,সৈয়দ আনা মিয়া, আব্দুল রহমান, মোহাম্মদ রিপন মিয়া, আহমেদ মালেক, মাহফুজুর রহমান, মানিক হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, বাঙালির জীবনে বঙ্গবন্ধুর স্থান চিরস্থায়ী। বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শ বাঙালি জাতির চিরপ্রেরণার উৎস হিসেবে থাকবে। বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের কয়েকটি দিক তুলে ধরে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার প্রদর্শিত পথে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাই বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। পরে শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর