পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাতারে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮-এর স্টুডেন্ট অফ বাংলাদেশ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শান্তি, ঐক্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে দোহা'র সারে আসমাক কাজী হোটেলে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে তারা।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী ছারোয়ার কবির জানান, পরস্পরের মধ্যে মেলবন্ধন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদের ব্যাচের যাত্রা শুরু করি।
এসময় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া বাবু, রুমেন বড়ুয়া, মাসুদ রানা, সোহেল রানা, রিগেন, ফরহাদ, কেফায়েত, নাছির উদ্দিন, বাদল, ডলার, টিপু নোবেল, মোমিন, তৌফিক, মাহফুজসহ অন্যান্যরা। পরে কেক কাটা ও মধ্যাহ্নভোজ শেষে আল শামাল সিটির বীচের উদ্দেশ্য যাত্রা করেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত