বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার লসএঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল চৌধুরী শিপলুর বাসভবনে এই আয়োজনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুস সালাম বর্তমান বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি ক্যালিফোর্নিয়া বিএনপি’র বর্তমান কমিটির গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। এরপর বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে বদরুল চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দল পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন বাফলার সভাপতি শিপার চৌধুরী, বাফলার সাবেক সভাপতি নজরুল আলম, মোরশেদুল ইসলাম, আবুল ইব্রাহিম, আব্দুল বাসিত, সৈয়দ নাসির জেবুল, বদরুল আলম মাসুদ মিশর নূর, জাফর চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম