স্বাধীন বাংলাদেশের প্রথম মেধাবী ক্রীড়া সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের স্মরণে ‘শেখ কামাল স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
লস এঞ্জেলেসের উডলি পার্ক ক্রিকেট মাঠে গত সোমবার সম্পন্ন হয় তিন দিনব্যাপি এই ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট গত তিন বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। যার ঐকান্তিক প্রচেষ্টায় এমন একটি টুর্নামেন্ট করা সম্ভব হচ্ছে তিনি হলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম।
আন্তর্জাতিক মান সম্পূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে আগত এসোসিয়েশনের বাছাইকৃত আটটি দল। দলে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের প্রায় সবগুলো ক্রিকেটার। যারা আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন প্রিমিয়ার লীগ খেলে থাকেন।
ফাইনালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিপক্ষ ছিল নর্দার্ণ ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আম্পায়ার নাদের শাহ।
প্রতিদ্বন্দীতায় অংশগ্রহণকারী দলগুলো ছিলো-এ্যারিজোনা ক্রিকেট এসোসিয়েশন, বে এরিয়া ক্রিকেট এ্যালাইয়েনস, কলোরাডো ক্রিকেট লীগ, নেভাদা প্রিমিয়ার ক্রিকেট লীগ, নর্থ ওয়েস্ট ক্রিকেট লীগ, ইউটাহ ক্রিকেট এসোসিয়েশন। প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন প্রচুর সংখ্যক প্রবাসীসহ ভিনদেশী দর্শক।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অতিথি হিসেবে আরও ছিলেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল হক ববি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সভাপতি ড. অতুল রায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মেহের গান্ধী।
মাঠে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, বঙ্গবন্ধুর স্নেহধন্য শেখ কামালের বন্ধু মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পাটেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কন্স্যুলেট অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টকে সফল করতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের সর্বাত্মক সহযোগীতায় দিনরাত পরিশ্রম করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাজিম সিরাজী। আরও নিরলস পরিশ্রম করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, আলী আহমেদ ফারিস, শামীম হোসেন, দিদার আহমেদ, ফিরোজ আলম, কাজল হোসাইন, ফরহাদ হোসেন, কামরুল হাসান, আজিজ মোহম্মদ হাই, সোহেল ইসলাম, সারোয়ার হোসেন, নাহিদ হাসান রুবেল, আফরোজ আলম জয়,ওস্তাদ কাজী হাসিব, হেলাল উদ্দীন, মাহাতাব উদ্দিন টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ