উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)’র নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং নির্বাহী সচিব হয়েছেন যথাক্রমে শাহ হালিম (টেক্সাস) এবং ড. আহসান চৌধুরী (টেক্সাস)।
নিউইয়র্ক রাজ্যের নাসাউ কলসিয়ামে গত লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত ‘৩৩তম ফোবানা সম্মেলন’র শেষ দিন রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অপর কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), যুগ্ম সচিব-ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ-নাহিদ খান সাহেল (জর্জিয়া)।
২০১৯-২০২০ সালের জন্যে নির্বাচিত এ নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন- মীর চৌধুরী (নিউজার্সি), নার্গিস আহমেদ (নিউইয়র্ক), আবির আলমগীর (নিউইয়র্ক), রবিউল করিম বেলাল (ক্যানসাস), জসীম উদ্দিন (জর্জিয়া), জাহিদ হোসেন (ক্যালিফোর্নিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), এ টি এম আলম (ভার্জিনিয়া), ও মাকবুল আলী (ইলিনয়)।
‘ফোবানা’য় আরও ১৭টি মেম্বার অর্গানাইজেশন হচ্ছে- বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ( ওয়াশিংটন ডিসি), বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া (জর্জিয়া), বেঙ্গলী বয়েজ কালচারাল এ্যান্ড স্পোর্টস এসোসিয়েশন (জর্জিয়া), প্রিয় বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ কমিউনিটি অব লসএঞ্জেলস (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (ক্যানসাস), বাংলাদেশি আমেরিকান ওমেন’স এসোসিয়েশন অব টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অব এনজে (নিউজার্সি), বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা (ফ্লোরিডা), বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব লসএঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক (ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড), শতদল ইন্ক (নিউজার্সি), বাংলাদেশ ইনিস্টিটিউট অব পারফর্মিং আর্টস (নিউইয়র্ক), বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগোল্যান্ড (ইলিনয়)।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ