মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম জহুর প্রদেশে অবস্থিত পেকান নেনাস ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন।
শুক্রবার ইমিগ্রেশন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মি. রজালি এবং অন্যান্য অফিসারদের সাথে আলোচনাকালে অপেক্ষমানদের দেশে ফেরত, চিকিৎসা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন শহীদুল ইসলাম।
এসময় হাইকমিশনার জানান, ইমিগ্রেশন ও ভিসা রুলস ব্যতীত অন্য কোনো অপরাধ বাংলাদেশের নাগরিকদের নেই।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের কর্মঠ কর্মীদের কাজের দক্ষতা প্রমাণিত। কেউবা প্রতারণার শিকার হয়ে, কেউ অধিক আয়ের আশায় কোম্পানি পরিবর্তন করে। আবার কেউ কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অবৈধ হয়ে দুর্ভাগ্যজনক এমন অবস্থায় পড়েছে।
হাইকমিশন এদের দ্রুত দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সচেষ্ট এবং কাজ করছে বলে তিনি জানান। এছাড়াও যারা সাক্ষী হিসেবে আছে তাদের ক্যাম্পের বাইরে কাজের ব্যবস্থা করতে অনুরোধ করেন তিনি।
দ্রুত দেশে ফিরে যেতে ক্যাম্পের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বন্দীদের মাঝে বাংলাদেশি খাবার বিতরণ করেন।
হাইকমিশনের কাউন্সিলর (শ্রম ২) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, যাদের পাসপোর্ট নেই তাদের নাগরিকত্ব নিশ্চিত হবার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাছাড়া কে কিভাবে বাংলাদেশ থেকে এসেছে, কেন শাস্তি পেয়েছে এসব বিষয়েও খোঁজ নেওয়া হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র তথা পাসপোর্ট নেই তাদের হাইকমিশন থেকে টিপি (ট্রাভেল পাস) এবং সামর্থহীনদের জন্য ফ্লাইট টিকিটের ব্যবস্থা করে দ্রুত দেশে প্রেরণ করা হয়।
এ সময় হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব (পলিটিক্যাল) রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন