৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:০৫

রিয়াদে বিজয় উৎসব ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

রিয়াদে বিজয় উৎসব ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান ড. নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক মহানগর ও আল খারজ কমিটি।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিদায়ী অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, প্রতিরক্ষা এ্যাটাচী ব্রি. জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, ইকনোমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসান, সোনালী ব্যাংকের এজিএম জসিম উদ্দিন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা) শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ, অধ্যক্ষ আফজাল হোসেন, কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সভাপতি ড. রেজাউল করিম মিলন, রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাহবুব, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা, রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নন্দলাল সরকার, রিয়াদ শ্রমিক লীগের সভাপতি কাজী কামাল, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ইছা উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাদবর, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদের সভাপতি কাপ্তান হোসেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর খান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম পলাশের যৌথ চঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা প্রবাসী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সাঈদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুর রাজ্জাক, উপদেষ্টা আশরাফ আকন্দ,সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শামীম আবেদীন, সহ-সভাপতি প্রকৌশলী কাউছার আহমেদ, সহ-সভাপতি ডা. সারোয়ার হোসেন সাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, রিয়াদ মহানগর সভাপতি এটিএম জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শিকানদার, আল খারজ শাখার প্রধান উপদেষ্টা মোসলেহ উদ্দিন মুন্না।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রযোজিত প্র‍য়াত নাট্যকার নির্দেশক এস এম সোলায়মানের মুক্তিযুদ্ধের উপর রচিত নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ প্রদর্শন করা হয়। নাটকটি রুপান্তর ও নির্দেশনায় ছিলেন থিয়েটার আর্ট ইউনিট এর আজীবন সদস্য, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়কারী সারোয়ার জাহান সিদ্দিকী। 

নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী কামরুজ্জামান, শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মঞ্জুর আল ইসলাম, আলোক প্রক্ষেপণ করেছেন মো. সালাহউদ্দিন, নাটকে অভিনয় করেন আরিফুর রহমান টিটু, রাশেদ আল করিম, জাহাঙ্গীর আলম হৃদয়, মো. নাজিম উদ্দিন, মো. আলমগীর হোসেন মণ্ডল, মির্জা কামাল হোসেন, নাঈম রহমান, কারুজ্জামান, হাফিজুল ইসলাম, পলাশ, মামিতা, সারা, সাদিয়া, সুবাহ, তুর্য, রওনক, রাহিল, শীতল ও কমল।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর