২৪ ঘণ্টায় আরও ৫৬৩ জনের মৃত্যু হওয়ায় ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। মঙ্গলবার সর্বোচ্চ মৃতের সংখ্যা ৩৯৩ জনে উঠলেও বুধবার এই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় এই সংখ্যা এখন উঠেছে ৫৬৩ তে।
এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৯৮০ জন মানুষের করোনাভাইরাসের জন্য টেস্ট করা হয়েছে , এরমধ্যে ২৯,৭৭৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
আলাদাভাবে এথনিক কোন মৃত্যু তালিকা না থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিটি সোর্স অনুযায়ী বুধবার পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১জন।
বিডি-প্রতিদিন/শফিক