এক পাউন্ড কমদামে রুটি ক্রয় করতে ইংল্যান্ডের নটিংহাম থেকে ১২০ মাইল গাড়ি চালিয়ে লন্ডনে গেলেন এক ব্যক্তি। তবে লন্ডন থেকে ফেরার পথে ওই ব্যক্তির গাড়ি থামায় পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি লকডাউন উপেক্ষা করে ১১০ মাইল গতিতে গাড়ি চালিয়েছেন। এসময় তার গাড়িতে দুই শিশুও ছিল। তবে গাড়িচালক বলেছেন, তিনি ১ পাউন্ড কম দামে ব্রেড ক্রয় করতেই লন্ডনে গিয়েছিলেন।
লেস্টারশায়ার পুলিশ তাকে গত রবিবার ১০টা ৪০ মিনিটের সময় এম ১ নর্থ বাউন্ডে গাড়ি থামায়। পুলিশ তাকে দুইটি পেনালটি নোটিশ প্রদান করে কোর্টে যেতে বলেন।
পুলিশ জানায়, ওই ব্যক্তি মোট ২২০ মাইল গাড়ি ড্রাইভ করে। এসময় তিনি দ্রুতগতিতে চালিয়ে যাওয়া আশা করেন এবং তার সঙ্গে দুইটি শিশুও ছিল। পুলিশ তাকে ৬০ পাউন্ড জরিমানা করে।
বিডি প্রতিদিন/আরাফাত