ফোর্বস প্রকাশিত এক নিবন্ধে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আজ সারা বিশ্বসহ বাংলাদেশও করোনাভাইরাসের মতো ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। দেশের মানুষ বিষণ্ন। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ইস্পাত দৃঢ় নেতৃত্ব ও মমতা মানুষের হৃদয়ে বাঁচার আশা জাগিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ব যুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করা হয়েছে ফোর্বস-এর ঐ নিবন্ধে।
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত এই স্বীকৃতিতে দেশের মানুষের পাশাপাশি আমরা প্রবাসীরাও গর্বিত। ইউরোপ প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
বিডি-প্রতিদিন/শফিক